দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামে জামিন পেয়ে বাড়িতে যেতে বাধা দেওয়ায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে কর্তাবাড়ি ও সরকারবাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রুনা বেগম (৩৫) ও মিজানুর রহমান (৫৫) নামের জন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের দিন ফুটবল খেলা নিয়ে কর্তাবাড়ি ও সরকারবাড়ির লোকজনের মধ্য সংঘর্ষে কর্তাবাড়ির নাদিম মিয়া গুরুতর আহত হন। গত ১৯ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় নাদিমের পরিবার সরকারবাড়ির লোকজনের নামে মামলা করে। পরে সরকারবাড়ির ৬৮ জন কিশোরগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। মঙ্গলবার (১৩ আগস্ট) তারা জামিনে মুক্তি পান। বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় উভয়পক্ষ ইটপাটকেল, দা, বল্লম, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে চার ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে আহত হন অর্ধশতাধিক। সংঘর্ষে একই পরিবারে তিনজন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।