ঢাকা১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

টানা দ্বিতীয়বার তাড়াইল উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহিন

admin
মে ৩০, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন। কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীক নিয়ে জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন পেয়েছেন ৩৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট। ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন। বিগত নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়া মোতাহারকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন হন। এবারের নির্বাচনে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন লাকী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফলে দুটি নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের ছেলে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৬৩ জন। মোট মহিলা ভোটার ৭১ হাজার ১২ জন। হিজরা ভোটার রয়েছেন ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি। নবনির্বাচিত তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় তাড়াইল উপজেলাবাসীর বিজয়। আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এ উপজেলার উন্নয়নে এবং নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।