ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার সদরসহ তিনটি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া।
বৃহস্পতিবার (২১ মার্চ) প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল। বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।
ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনেই ব্যালট পেপার ব্যবহার করা হবে।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ২০১৯ সালের ২৪ মার্চ এ তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী তৎকালীন ভাইসচেয়ারম্যান মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ) চেয়ারম্যান নির্বাচিত হন।
হোসেনপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ সোহেল (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া পাকুন্দিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন মো. রফিকুল ইসলাম রেনু (নৌকা)।