বিশেষ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও ‘ক্লিন ইমেজ’ প্রার্থীদের ওপর ভরসা রাখছে আওয়ামী লীগ। ২৯৮টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ঘোষিত নামে ৭১টি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়নি ক্ষমতাসীনরা। পরিবর্তীত প্রার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নতুন প্রার্থীদের মূল্যায়ন করায় খুশি দলটির তরুণ নেতৃত্ব। দলের মনোনয়ন পাওয়া তরুণ প্রার্থীরা বলছেন, ‘আমরা জনগণের কাছে পৌঁছে যাবো। জনগণকে আমার কাছে আসতে হবে না।’
গত রবিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর নাম পরে প্রকাশ করা হবে বলে তিনি জানান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক তরুণ ও নারী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এটি ভালো লক্ষণ। আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারা জীবন মানুষের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেই একটা পর্যায়ে আসেন। প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। দলীয় মনোনয়ন চাওয়ার সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন দেওয়া বোর্ডের সিদ্ধান্ত।’
রাজশাহী বিভাগের ৩৯ আসনের মধ্যে ১৪টিতে এসেছে নতুন মুখ। এদের মধ্যে নতুন মুখ সিরাজগঞ্জ-৬ আসনে চয়ন ইসলাম। তিনি বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার ভাই। পাবনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা শামসুর রহমান শরীফের পুত্র গালিবুর রহমান শরীফ।
ঢাকা-১৭ আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাতও (মোহাম্মদ এ আরাফাত)। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য। রাজনৈতিক ক্যারিয়ার না থাকলেও উল্লিখিত তিন ক্যাটাগরির পাশাপাশি ক্রীড়াঙ্গণে ব্যাপক জনপ্রিয় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছে। অভিনেতা ফেরদৌস মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনে।
পঞ্চগড়-১ আসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান ভূইয়া মুক্তা, রংপুর-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩ আসনে মহানগর সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-৩ আসনে দলটির কেন্দ্রীয় সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনে দলটির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মো. বিপ্লব হাসান। এছাড়াও গাইবান্ধা-১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রথম নারী হিসেবে আফরোজা বারী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রয়াত এমপি লিটনের বোন।
যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৬ শাহীন চাকলাদার, নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ শেখ তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, খুলনা-২ সেখ সালাহউদ্দিন সবার নজর কেড়েছেন।
মো. নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়-১ আসন থেকে প্রথমবারের মত নির্বাচন করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এক কথায় আমি অভিভূত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘ দিন ধরে যে কাজ করে আসছিলাম তার স্বীকৃতি পেলাম। এটা একটা বিশাল পাওয়া।’ নাইমুজ্জামান বলেন, ‘এই প্রাপ্তিতে দলে আমার দায়িত্ব বেড়ে গেল। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলছেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার একজন কর্মী হিসেবে আমি কাজ করে যাবো।’
নির্বাচনের নতুন এই মুখ বলেন, ‘আমাদের দেশে একটা সামন্তবাদী প্রবণতা আছে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের মধ্যে। তারা মনের করেন, জনগণ তাদের কাছে আসবে। আমি সেই সামন্তবাদী প্রথা ভেঙে দিতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের কাছে পৌঁছে যাবো। জনগণকে আমার কাছে আসতে হবে না। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবো।’ নাইমুজ্জামান বলেন, ‘আঁধার রাতে আমি যেন তাদের সামনে আলো ধরতে পারি- এটাই আমার প্রত্যাশা।’
রাশেক রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসন থেকে প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই আসনে তার বাবা এইচ এন আশিকুর রহমান দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে চার বার বিজয়ী হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি আসনটি তার ছেলে রাশেক রহমানকে ছেড়ে দিয়েছেন। প্রথমবারের মত বাবার জায়গায় নিজে মনোনয়ন পেয়ে ভীষণ খুশি রাশেক রহমান বলেন, ‘এক কথায় আমার অনুভূতি হচ্ছে- এখন অনেক বেশি দায়িত্ব। আমার এলাকার মানুষ শান্তি চায়, একটু সুখে থাকতে চায়। সমৃদ্ধ জীবনযাপন করতে চায়। তাদের চাওয়া এই টুকুই। এখন এলাকার প্রতি আমার অনেক দায়িত্ব।’