বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুল শুভেচ্ছা জানিয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তামিমের বরিশালকে অভিনন্দন বার্তা পাঠাতে দেরি করেনি রংপুর।
অথচ, দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল রংপুর রাইডার্স। সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্রসঙ্গের কারণে ম্যাচটিতেও ছিল চরম উত্তেজনা। তবে, ক্রিকেট যে ‘ভদ্রলোকদে’র খেলা! সেটাই প্রমাণ করলো রংপুর। মাঠেই সীমাবদ্ধ ছিল সেই উত্তেজনা, মাঠের বাইরে সকলেই যেন এক সুতোয় গাঁথা এটাই প্রমাণ হয়েছে তাদের শুভেচ্ছা বার্তায়।
গতকাল শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মায়ার্সের ব্যাট থেকে। তাছাড়া ৩৯ রান করেছেন তামিম ইকবাল। ৬ উইকেটের জয়ে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে তামিমের দল।