ঢাকা১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসবের যাত্রা

admin
ডিসেম্বর ১, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই তারুণ্যের উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই উৎসবে স্লোগান হলো— এসো দেশ বদলায় পৃথিবী বদলায়।

বিসিবির আয়োজনে বিপিএলের ১১তম আসর কেন্দ্র সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এ সময় উপস্থিত রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ।

এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা। বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি মালিক ও বিসিবির পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকালে অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিসির অতিরিক্ত সচিব মুহাম্মদ হিবুজ্জামান। তিনি বলেন, শুরুতে আমি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা জানেন, এবার নতুনভাবে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।

মুহাম্মদ হিবুজ্জামান বলেন, তারুণ্যের উৎসবে শুধু বিপিএল নয়, ফুটবল, ব্যাডমিন্টন, হকিসহ সব ধরনের খেলা। যার মধ্য দিয়ে আমাদের দেশের তরুণদের প্রতিভা গড়ে উঠবে।

এদিকে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে প্রমাণ্যচিত্র ‘জুলাই-অনির্বাণ’ প্রদর্শন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।