দৈ. কি.ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত বৃহস্পতিবার দ্বিতীয় দেশ হিসেবে আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে।
আমিরাতি একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হলো। পাশাপাশি উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্প গ্রহণ করে আফগানদের সহায়তা করার সংকল্পও দৃঢ় হলো।
এর আগে একমাত্র চীন তালেবান মনোনীত ব্যক্তিকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে। এ ছাড়া পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে তালেবান সদস্যরা কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেয়নি চীন ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, মাওলাওয়ি বদরুদ্দিন হাক্কানি আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া জুনে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি আমিরাত সফর করেন। অথচ একটা সময় এই সিরাজুদ্দিন হাক্কানিকে গ্রেপ্তারের জন্য তথ্য দিতে ১০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
শুধু এবার নয়, এর আগের তালেবান সরকারকেও স্বীকৃতি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনকে যে তিন দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের দেশটি।