ডেস্ক:দুটি মানুষের বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্যামিলি’। দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব।
যোবায়েদ আহসানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার দুজনই সংসার জীবনে ডিভোর্সি। তৌসিফ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। নানা ঘটনার মধ্য দিয়ে দুজনের মধ্যে পরিচয় হয়।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।