দৈ. কি.ডেস্ক : মেয়েদের ফুটবল লিগে দুই ভাইয়ের লড়াইয়ে জিতেছেন জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী। বর্তমানে তিনি রয়েছেন সেনাবাহিনী নারী ফুটবল দলের কোচের দায়িত্বে। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলাম রব্বানীর দল ১-০ গোলে হারায় গোলাম রায়হানের আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। একমাত্র গোলটি করেন মোসাম্মাত সুলতানা। মাঝমাঠ থেকে লম্বা পাসে বাড়ানো বল ধরে গোলকিপারকে ওয়ান টু ওয়ানে হারিয়ে বল জালে ঠেলে দেন সেনাবাহিনী দলের এই স্ট্রাইকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।