ঢাকা৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পির

admin
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : দেশে আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেছেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি। এগুলো আর করতে দেবো না। রাজনীতি হলো দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার ওপরে অনেকে লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলনের সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮ কর্মী শাহাদাতবরণ করেছেন। প্রায় ৫ শতাধিক কর্মী আহত হয়েছেন। সুতরাং দেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবে না।

তিনি দেশ গড়ায় হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলনে আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাওলানা মো.. ফজলুল হক ও শাহিন বখতিয়ারসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।