দৈ. কি.ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দুষ্কৃতকারীরা যে দলেরই হোক তাদের ক্ষমা নেই। তাদের বিচার অবশ্যই হবে। কোনো এলাকায় কেউ দখলবাজী কিংবা সহিংসতায় জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। বিএনপি এসব জায়গায় জিরো টলারেন্স।
সোমবার বিকালে গুলশান এলাকায় মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তার অবসান ঘটেছে। বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা কেউ চাইনা, বাংলাদেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হউক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করবো।
এসময় ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।