দৈ. কি.ডেস্ক : অক্টোবরে হতে যাওয়া নারী টি২০ বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। কিন্তু সারাদেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটি সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা নিয়ে মুখিয়ে ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ভেনু্য পরিবর্তন হয়ে যাওয়ায় ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পুড়ছেন নিগার সুলতানা জ্যোতিরা।
বৃহস্পতিবার বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সাংবাদিকদের এ কথা জানান। ঘরের মাঠ থেকে বিশ্বকাপ আরব আমিরাতে চলে গেলেও দলের প্রস্তুতিতে খুব একটা ক্ষতি হচ্ছে না বলে মনে করেন সুমন। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না।
আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলংকায় ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ। বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো, সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সে স্বপ্ন ছিল। এ জন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব।’
মেয়েদের উপযুক্ত প্রস্তুতি নেওয়ার জন্য শনিবার তথা ২৪ আগস্ট থেকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। ৮ দলের এই টুর্নামেন্ট চলবে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত।জাতীয় লিগ শেষ হলে ৫ তারিখ ‘এ’ দলের মোড়কে জাতীয় দল শ্রীলংকা সফরে যাবে। সেখানে পাঁচটি টি ২০ ও দু’টি ওয়ানডে খেলবেন নিগাররা।
সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের প্রসঙ্গেও, ‘ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দু’টিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাহিরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা।’