দৈ. কি.ডেস্ক :পৃথিবীর নানা দেশে ছড়িয়ে–ছিটিয়ে আছে ব্যান্ড তারকা জেমসের ভক্ত ও অনুরাগীরা। পুরোনো গান দিয়েই তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ ধরে। গেল মাসে লন্ডন মাতিয়ে আশার পর এবার দলবল নিয়ে তিনি যাচ্ছেন কানাডায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
কানাডার উদ্দেশ্যে জেমস মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। এরপর ২২ জুন টরন্টো থেকে শুরু হবে তাঁর কানাডায় গানের সফর। দ্বিতীয় কনসার্ট ৩০ জুন ভ্যানকুভারে। তৃতীয় কনসার্ট আগামী ৬ জুলাই ক্যালগেরিতে হবে।
সপ্তাহখানেকের একটি বিরতির পর ১৩ জুলাই কানাডার সাসকাচুয়ানে কনসার্ট করবেন তাঁরা। তার এক সপ্তাহ পর সফরের পঞ্চম কনসার্ট করতে নগরবাউল জেমস ২০ জুলাই যাবেন অন্টারিওর বন্দর শহর হ্যামিলটনে।
এরপর ষষ্ঠ কনসার্ট করতে গোলাপের শহর উইন্ডসরে যাবেন ২১ জুলাই। তারপর ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়ালে কনসার্ট করে দেড় মাসের সফর শেষে দেশে ফিরবেন জেমস। এরপর দেশে ফিরে আবারও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবেন বাংলাদেশের গ্লোবাল এই ব্যান্ড তারকা।
অনেক দিন ধরেই জেমসের নতুন কোনো গান নেই। তবে পুরোনো গান দিয়েই যুগ যুগ ধরে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তিনি। শেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেন জেমস। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। ফিলিংস থেকে স্টেশন রোড, জেল থেকে বলছি, নগরবাউল, লেইস ফিতা লেইসসহ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। পরে ‘ফিলিংস’ ছেড়ে ‘নগরবাউল’ গঠন করেন জেমস। প্রকাশ করেন দুষ্টু ছেলের দল নামের অ্যালবাম।
তাঁর প্রকাশিত একক অ্যালবামের মধ্যে রয়েছে অনন্যা, পালাবে কোথায়।
দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও গান করেছেন জেমস। গ্যাংস্টার সিনেমার ‘ভিগি ভিগি’ গানটি ভারতীয় উপমহাদেশে ঝড় তুলেছিল। একই বছর ও লামহে সিনেমায় ‘চল চলে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর লাইফ ইন আ…মেট্রো সিনেমায় ও ২০১৩ সালে ওয়ার্নিং সিনেমায় গান করার পর আর তাঁকে বলিউডে পাওয়া যায়নি।