ঢাকা১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেড় হাজার টাকার লিনডের শেয়ারে রেকর্ড ৪১০ টাকা লভ্যাংশ

admin
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিনডে বাংলাদেশ তাদের প্রতি শেয়ারের বিপরীতে রেকর্ড ৪১০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ জুলাই শেষে কোম্পানিটির অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি বলেছে, সম্প্রতি তারা তাদের সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসা বিক্রি করেছে। সেই ব্যবসা বিক্রির আয়ের অংশ থেকে বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী লভ্যাংশ হিসেবে পাবেন ৪১০ টাকা।

এর আগে কোম্পানিটি কখনো বিনিয়োগকারীদের এত বড় লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১৫৪০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী লভ্যাংশ পেয়েছিলেন ১৫৪ টাকা।

রেকর্ড লভ্যাংশ ঘোষণার পরে আজ শেয়ারবাজারে লিনডে বাংলাদেশের শেয়ারের ওপর কোনো ধরনের মূল্যসীমা নেই। ফলে দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দামের বড় ধরনের উল্লম্ফন হয়েছে। এদিন লেনদেনের প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২৭২ টাকা বা প্রায় ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকা।

মূল্যবৃদ্ধির পাশাপাশি আজ কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এ কারণে এটি সকাল থেকে লেনদেনের শীর্ষে রয়েছে। লেনদেনের প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির প্রায় ৫৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ছিল এ সময়ে ডিএসইর মোট লেনদেনে এক–চতুর্থাংশেরও বেশি।

গত মে মাসে বাংলাদেশ থেকে ঝালাই বা ওয়েল্ডিং পণ্যের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ। এ ব্যবসার জন্য কোম্পানিটি বাংলাদেশে প্রতিষ্ঠিত লিনডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সব শেয়ার বিক্রি করে দেয়। সেই ব্যবসা বিক্রির আয় থেকেই রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।