ঢাকা১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

নিজেকে সুরক্ষিত মনে করেন শ্রিয়া

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

এখন মা হওয়ার পরও অভিনেত্রীদের ক্যারিয়ার থমকে যায় না। একই অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী শ্রিয়া সরণের। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ইন্ডাস্ট্রি ও এর বদল নিয়ে কিছু কথা বলেছেন তিনি।
কিছুদিন আগে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর ট্রেলার। এই রাতে উপস্থিত ছিলেন করণ জোহর, ইমরান হাশমি, মৌনি রায়, রাজীব খান্ডেলওয়াল, মহিমা মকওয়ানা, শ্রিয়া সরণসহ আরও অনেকে। বলিউডের রঙিন থেকে অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই সিরিজে। সিরিজটিতে শ্রিয়াকে এক রুপালি পর্দার নায়িকার ভূমিকায় দেখা যাবে।
নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমি সব সময় চেয়েছি এমন এক চরিত্রে অভিনয় করতে, যা আমার হৃদয়ের কাছে হবে। এটা এমনই এক চরিত্র। আমি নিজে একজন অভিনেত্রী, এ সিরিজে আমি অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করতে চলেছি। আমার চরিত্রটা খুব দারুণ। চরিত্রটিতে অনেক স্তর আছে। দর্শক কখন যে আমাকে এই চরিত্রে দেখবেন, তারই অপেক্ষায় আছি।’
শোটাইম সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানের রাতে করণের মজাদার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল শ্রিয়াকে। করণ অভিনেত্রীকে প্রশ্ন করেন যে বলিউড সম্পর্কে এমন এক প্রচলিত ধারণা তিনি ভাঙতে চাইবেন? শ্রিয়ার জবাব, ‘অনেকের মতে এই ইন্ডাস্ট্রি সুরক্ষিত নয়৷ কিন্তু আমি এখানে নিজেকে সুরক্ষিত অনুভব করি।
এখানে আমার অভিজ্ঞতা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো বন্ধু আমি এখানেই পেয়েছি। এখানকার মানুষদের সঙ্গে দারুণ কথাবার্তা হয়েছে। বেশ কিছু ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এখন যেমন আপনার (করণের উদ্দেশে) সঙ্গে আমার দেখা হয়েছে।’
শ্রিয়াকে আরেকটি মজার প্রশ্ন করেছিলেন করণ। এই নির্মাতা তথা পরিচালকের প্রশ্ন ছিল, শ্রিয়া কি বন্ধুত্বের কারণে তাঁর কোনো বন্ধুর বাজে ছবিতে অভিনয় করবেন? অভিনেত্রীর সোজা জবাব, ‘বন্ধুত্বের খাতিরে আমি নিশ্চয় একটা ছোট চরিত্রে বা অতিথি শিল্পী হিসেবে অভিনয় করব। কিন্তু কোনো পূর্ণ চরিত্রে আমি অভিনয় করব না। এ ব্যাপারে কোনো বন্ধুকে আমি মিথ্যা বলব না।’ করণ তাঁকে প্রশ্ন করেন যে বলিউডের কোন ব্যক্তি সবচেয়ে আকর্ষণীয়? শ্রিয়া লাজুক হেসে জবাব দেন, ‘আমার শাহরুখ খানকে সবচেয়ে আকর্ষণীয় লাগে।’
বিয়ে, মাতৃত্ব; তারপরও শ্রিয়ার ক্যারিয়ারের চাকা থেমে যায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমি যখন আবার ক্যারিয়ার শুরু করেছিলাম, বেশ ঘাবড়ে ছিলাম। কাজ দেওয়ার আগে সবাই আমার মেয়ের বিষয়ে জানতে চাইতেন। তবে এখন বলিউডে বদল এসেছে। এখন এখানে ভেদাভেদ অনেক কম।
আগে অভিনেত্রীরা বিয়ে এবং মা হওয়ার পর ভেদাভেদের শিকার হতেন। তাঁদের কাজ দেওয়া হতো না। কিন্তু এখন তা নয়। এখন সময়ে অনেক বদল এসেছে। অভিনেত্রীদের জন্য ভালো ভালো কাহিনি লেখা হচ্ছে। আলিয়া ভাট, কারিনা কাপুর, কাজলের মতো অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে অনেক বদল এনেছেন।’
‘শোটাইম’ ওয়েব সিরিজের মাধ্যমে ইমরান হাশমির সঙ্গে ১৭ বছর পর পর্দায় ফিরছেন শ্রিয়া। ২০০৭ সালে মোহিত সুরি পরিচালিত ছবি ‘আওয়ারাপন’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ইমরান প্রসঙ্গে শ্রিয়া বলেছেন, ‘দীর্ঘ সময় পর ইমরানের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। “আওয়ারাপন” ছবিতে আমাদের জুটিকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। আশা করব, এ সিরিজেও দর্শক আমাদের আগের মতোই ভালোবাসা দেবেন।’
সিরিজটি আগামী ৮ মার্চ থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রচারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।