দৈ. কি.ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন, একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের পরিপূর্ণ সংস্কার সাধন করতে পারবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা সংস্কারের পক্ষে, তবে সেই সংস্কার একটি নির্বাচিত সরকারের অধীনে বাস্তবায়িত হতে হবে। কিন্তু কিছু দায়িত্বশীল ব্যক্তি সরকারের মধ্যে থেকে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের সময় পিছিয়ে দেয়ার চেষ্টা করছেন। এই ধরনের পদক্ষেপ কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
শুক্রবার বাদ জুমা রাজধানীর মিরপুর-১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।
এ মেহমানদারি অনুষ্ঠানটি পল্লবী থানাধীন ৯১ নং (সাংগঠনিক) ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজন করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল বলেন, বাংলাদেশের জনগণ গত ১৫ বছর ধরে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভাষা, চিন্তা এবং তাদের চাওয়া-প্রত্যাশা বুঝে, সরকারকে দ্রুত জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এড. লিটন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ওলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল, যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ আরো অনেক নেতৃবৃন্দ।