ডেস্ক: ভারত বিশ্বকাপে বাজে দলীয় পারফরম্যান্সের কারণে পাকিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। তার পরিবর্তে টি-২০তে নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি এবং টেস্টে নেতৃত্ব পান শান মাসুদ।
শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। পরে আফ্রিদির নেতৃত্বে দলটি নিউজিল্যান্ডে সফর করে। সেই সফরে কিউইদের কাছে পাকিস্তান টি-২০ সিরিজ হারে ৪-১ ব্যবধানে।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই মহসিন নাকভি দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন। তারই অংশ হিসেবে বাবরকে পুনরায় অধিনায়কত্ব প্রদান করা হয়। নেতৃত্ব ফিরে পেয়েই পাকিস্তান দলকে নিয়ে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির তারকা ব্যাটার।
বাবর বলেন, ‘আমাদের সম্মিলিত লক্ষ্য হলো পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানো। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় শাহিন আফ্রিদির মতামতকে গুরুত্ব দিয়েছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি এখনও ওর পরামর্শ নিব। ম্যাচ চলাকালীন আমাদের অবশ্যই কৌশলগত বোঝাপড়া ঠিক রাখতে হবে।’