ডেস্ক: জয়া আহসান, মিথিলার মতো ওপার বাংলার সিনেমায় নাম লেখিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। ‘ফেলু বকশি’ শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন সোহম চক্রবর্তী। এটি নির্মাণ করছেন কলকাতার দেবরাজ সিনহা।
সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে কলকাতায় গিয়েছেন পরীমণি। এবার জানা গেলো, পরীমণি-সোহমের সঙ্গে সিনেমাটিতে যুক্ত হয়েছেন ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেবরাজ সিনহার সিনেমায় তৃতীয় ব্যক্তি হিসেবে পরীমণি-সোহমের সঙ্গে যুক্ত হলেন মধুমিতা সরকার। ধারণ করা হচ্ছে, থ্রিলার ঘরনার এ সিনেমায় ত্রিভুজ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।
এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। পরীমণি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’