দৈ. কি.ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের একাদশে নেই তাসকিন আহমেদ। শুরুতে বিশ্রাম মনে হলেও পরে জানা যায় চোট রয়েছে এই ডানহাতি পেসারের। কয়েকদিন পরই বিশ্বকাপ, এই বিবেচনায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মূলত গত ম্যাচে ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। এই ম্যাচের আগেও ব্যাথা না কমায় তাকে খেলতে পারছেন না তিনি। তাসকিনের চোটের বিষয়ে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘গত ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে পাজড়ে ব্যাথা পান তাসকিন। ব্যাথা এখনও রয়েছে, আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি। ওকে অবজারবেশনে রাখা হয়েছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।