ঢাকা১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ১৩০

admin
ডিসেম্বর ২, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় অস্থায়ী লড়াই বিরতির পরও সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি থেমে নেই। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ জন ছাড়িয়ে গেছে। আফগানিস্তানের সীমান্তের নিকটবর্তী কুররাম কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক উত্তেজনার একটি কেন্দ্র হয়ে আছে। গত মাসে সুন্নি ও শিয়াদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার পর নতুন করে আক্রমণ, পাল্টা আক্রমণের জোয়ার শুরু হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তা ওয়াজিদ হুসেইন জানান, গত দেড় সপ্তাহে বিভিন্ন হামলার ঘটনায় ১৩৩ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন ও অন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই বন্ধে অনেক উদ্যোগ নিলেও এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও জানিয়েছেন তিনি। গত রবিবার পাকিস্তান সরকারের একটি টিম দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করে সাত দিনের এক লড়াই বিরতির ব্যবস্থা করে দেয়। কুররমের জমি ও অন্যান্য স্থানীয় বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলিমরা কয়েক দশক ধরে উপজাতীয় ও সম্প্রদায়িক দ্বন্দ্বে লিপ্ত আছে।
প্রাথমিক হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। ওই সময় প্রধানত শিয়া গাড়িচালকদের ওপর বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। পরে প্রতিশোধমূলক সংঘর্ষে আরো বহু মানুষ নিহত হন। নিহতের সংখ্যা ৯৭ জন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।