দৈ. কি.ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় অস্থায়ী লড়াই বিরতির পরও সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি থেমে নেই। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ জন ছাড়িয়ে গেছে। আফগানিস্তানের সীমান্তের নিকটবর্তী কুররাম কয়েক দশক ধরেই সাম্প্রদায়িক উত্তেজনার একটি কেন্দ্র হয়ে আছে। গত মাসে সুন্নি ও শিয়াদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হওয়ার পর নতুন করে আক্রমণ, পাল্টা আক্রমণের জোয়ার শুরু হয়।
প্রাথমিক হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। ওই সময় প্রধানত শিয়া গাড়িচালকদের ওপর বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। পরে প্রতিশোধমূলক সংঘর্ষে আরো বহু মানুষ নিহত হন। নিহতের সংখ্যা ৯৭ জন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।