ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, মো.রফিকুল ইসলাম রেনু, মো.আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, মো.আতাউর রহমান সোহেল, মো.মকবুল হোসেন, মো.কামাল উদ্দিন, একেএম দিদারুল হক, এমদাদুল হক জুটন ও একেএম হাবিবুর রহমান চুন্নু।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো.জুয়েল মিয়া, একেএম ফজলুল হক বাচ্চু, আবুল কাশেম বিপ্লব ও আতাউর রহমান সোহাগ।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন দুজন। তারা হলেন, শামসুন্নাহার বেগম ও মোছা.ললিতা বেগম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহন ৮ মে।