ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের চাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহত রিপন মিয়া (৪৫) পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া(২২) আঃ আলী ছেলে মোজাম্মেল হক(৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মর্চ) সকালে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে রিপনসহ তিনজন গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এ সময় আহত দুজনকে এলাকাবাসী উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় তাঁর মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।