কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদরে অবস্থিত পাকুন্দিয়া পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও গার্মেন্ট ব্যবসায়ী আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, পৌর কাউন্সিলর রাকিবুল আলম ছোটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।