ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো— একই এলাকার মো. দিদারুল ইসলামের মেয়ে শাহিদা আক্তার (১০) ও ছেলে রাকিবুল হাসান (৬)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের উঠানে খেলা করছিল তারা দুই ভাইবোন। খেলার ফাঁকে সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় তারা। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে তুলে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তান হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের মা-বাবা। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।