ঢাকা৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

পেনাল্টির আগে হৃৎস্পন্দন কমে গিয়েছিল রোনালদোর, নিয়ম লঙ্ঘনের অভিযোগ

admin
জুলাই ৫, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : পেনাল্টিতে গোল, এ আর তেমন কি কঠিন কাজ। তবে এই অতি সহজ কাজটিও যে কত বেশি চাপের হয় তাই এবার জানা গেল। ইউরোর শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি মিস করেন রোনালদো। যেই মিসের কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে কঠিন চাপের মুহূর্তে টাইব্রেকারে প্রথম শটটি নিতে আসেন রোনালদো।

এ সময় এতটাই চাপে ছিলেন রোনালদো যে তার হৃৎস্পন্দন নেমে গিয়েছিল সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফিটনেস ট্র্যাকার প্রতিষ্ঠান ‘হুপ’ জানিয়েছে এ সময় প্রতি মিনিটে রোনালদোর স্পন্দন (বিপিএম) ১০০-এর আশপাশে ছিল। এরপর অবশ্য ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে পর্তুগাল। তবে এমন জয়ের পর রোনালদোর বিরুদ্ধে ইউরোর নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ফিটনেস ট্র্যাকার প্রতিষ্ঠান ‘হুপ’ এ বিনিয়োগ রয়েছে তার। আর সেই প্রতিষ্ঠানের একটি রিস্টব্যান্ড পরেই ইউরোতে খেলছেন রোনালদো। তবে এটি ব্যবহারে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো রোনালদোর ফিটনেসের তথ্য শেয়ার করে হুপ তাদের ফিটনেস ট্র্যাকারের প্রচারণা চালাচ্ছে। যাকে বলা হয় ‘অ্যামবুশ মার্কেটিং’। যা ইউরোর নিয়মানুযায়ী হওয়ার কথা নয়। কেননা, ইউরোতে স্পন্সর থাকলেই কেবল তারা প্রচারণা চালাতে পারেন। যা নেই হুপের। কাজেই রোনালদো তার ফিটনেসের তথ্য শেয়ার করায় ইউরোর নিয়ম লঙ্ঘন করেছেন।

গত মাসে হুপ–এর বৈশ্বিক দূত হন রোনালদো। তিনি হুপ ৪.০ মডেলের স্মার্ট রিস্টব্যান্ড পরে খেলেছেন ইউরোতে। এই রিস্টব্যান্ডের বাৎসরিক সাবস্ক্রিপশন ফি ২২৯ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ২০৩ টাকা)। তার মতোই নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইকও এই রিস্টব্যান্ড পরে খেলছেন। যেই তথ্যই প্রচার করে বেড়াচ্ছে হুপ। স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে প্রথম শুটটি নিতে আসার আগে রোনালদোর হৃৎস্পন্দন কেমন ছিল তা নিয়ে নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে বিস্তারিত জানিয়েছে হুপ।

যেখানে তারা জানায়, টাইব্রেকারে পর্তুগালের হয়ে প্রথম পেনাল্টি শটটি নেওয়ার আগে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের হৃৎস্পন্দন নেমে ১০০ এর নিচে চলে গিয়েছিল। তবে ম্যাচের অতিরিক্ত সময় শেষে রোনালদোর হৃৎস্পন্দন বেড়ে প্রতি মিনিটে ১৮০ (বিপিএম) ছাড়িয়ে গিয়েছিল। আর টাইব্রেকারে বের্নার্দো সিলভার শটে পর্তুগালের জয় নিশ্চিত হওয়ার পর রোনালদোর হৃৎস্পন্দন আবারও বেড়ে ১৮০ (বিপিএম) ছাড়িয়ে যায়। এদিন ম্যাচে ১০৫ মিনিটের মাথায় পেনাল্টি মিস করেন রোনালদো। তখন কাঁদতেও দেখা গেছে রোনালদোকে; তখন তার হৃৎস্পন্দন কেমন ছিল সেটি অবশ্য জানায়নি হুপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।