নিজস্ব প্রতিবেদক
খসড়া গেজেটে তৈরি পোশাকশ্রমিকদের পাঁচটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হলেও চূড়ান্ত গেজেটে একটি গ্রেড বাদ দিয়ে চারটি গ্রেড করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত গেজেটে গ্রেড-১ ও গ্রেড-২-এ মজুরি বেড়েছে।
গেজেটের তথ্য অনুযায়ী, গ্রেড-১ (সিনিয়র অপারেটর,সিনিয়র কাটার, সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, সিনিয়র মার্কার/সিনিয়র ড্রইংম্যান, সিনিয়র স্ক্রিন এক্সপোজার, সিনিয়র আয়রনম্যান, সিনিয়র স্যাম্পলম্যান/স্যাম্পল মেশিনিস্ট, জুনিয়র মেকানিক,জুনিয়র ইলেকট্রিশিয়ান, সিনিয়র লাইন লিডার) এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৫ হাজার ৩৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৮ হাজার ৩৯০ টাকা, বাড়ি ভাড়া ৪ হাজার ১৯৫ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা।
খসড়া গেজেটে এই গ্রেডের মোট মজুরি ছিল ১৪ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৮ হাজার ২০০ টাকা, বাড়ি ভাড়া ৪ হাজার ১০০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা।
গ্রেড-২ (অপারেটর, কাটারম্যান/নিডলম্যান/ সিজারম্যান, কোয়ালিটি ইন্সপেক্টর, মার্কার/ ড্রইংম্যান, ইস্যুম্যান/ইনপুটম্যান, বান্ডিল ম্যান/নাম্বারিংম্যান, অটো স্প্রেডার/লে-ম্যান, পলিম্যান/প্যাকিংম্যান/ ফোল্ডিংম্যান, ট্যাগম্যান/স্পটম্যান /রিসিভম্যান, প্রিন্টার/পেইন্টার/ ড্রায়ারম্যান, স্ক্রিন এক্সপোজার, আয়রনম্যান/প্রেসিংম্যান, ওয়েল্ডার/ফিটার/প্লাম্বার, স্যাম্পলম্যান, ডিস্ট্রিবিউটর, সাধারণ মেকানিক, সাধারণ ইলেকট্রিশিয়ান, লাইন লিডার) এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৪ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৮৮২ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৯৪১ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা।
খসড়া গেজেটে এই গ্রেডে ন্যূনতম মজুরি ছিল ১৪ হাজার ১৫০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৮০০ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৯০০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা।
গ্রেড-৩ (জুনিয়র অপারেটর,জুনিয়র কাটারম্যান/ জুনিয়র নিডলম্যান/জুনিয়র সিজারম্যান, জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, জুনিয়র মার্কার/জুনিয়র ড্রইংম্যান, জুনিয়র ইনপুটম্যান/জুনিয়র ইনপুটম্যান, জুনিয়র বান্ডিল ম্যান/ জুনিয়র নাম্বারিং ম্যান, জুনিয়র অটো স্প্রেডার/জুনিয়র লে-ম্যান, জুনিয়র পলিম্যান/জুনিয়র ফোল্ডিংম্যান, জুনিয়র ট্যাগমান/জুনিয়র স্পটম্যান/জুনিয়র রিসিভম্যানজুনিয়র প্রিন্টার/জুনিয়র পেইন্টার/জুনিয়র ড্রায়ারম্যান, জুনিয়র স্ক্রিন এক্সপোজার, জুনিয়র আয়রনম্যান/ জুনিয়র প্রেসিংম্যান, জুনিয়র ওয়েল্ডার/ জুনিয়র ফিটার/জুনিয়র প্লাম্বার, জুনিয়র স্যাম্পলম্যান, জুনিয়র ডিস্ট্রিবিউটর, সহকারী মেকানিক, সহকারী ইলেকট্রিশিয়ান) এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৩ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৪০০ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৭০০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা।
চূড়ান্ত গেজেট অনুযায়ী গ্রেড-৪ ( সহকারী অপারেটর, সহকারী কাটারম্যান/ সহকারী নিডলম্যান/ সহকারী সিজারম্যান, সহকারী কোয়ালিটি ইন্সপেক্টর, সহকারী মার্কার/ সহকারী ড্রইংম্যান, সহকারী ইস্যুম্যান/ সহকারী ইনপুটম্যান, সহকারী বান্ডিল ম্যান/ সহকারী নাম্বারিং ম্যান, সহকারী অটো স্প্রেডার/ সহকারী লে-ম্যান, সহকারী পলি ম্যান/ সহকারী প্যাকিং ম্যান/সহকারী ফোল্ডিং ম্যান, সহকারী ট্যাগম্যান/ সহকারী স্পটম্যান/ সহকারী রিসিভম্যান, সহকারী প্রিন্টার/ সহকারী পেইন্টার/ সহকারী ড্রায়ারম্যান, সহকারী স্ক্রিন এক্সপোজার, সহকারী ওয়েল্ডার/ সহকারী ফিটার/ সহকারী প্লাম্বার, সহকারী স্যাম্পলম্যান, সহকারী ডিষ্ট্রিবিউটর
ফিনিশিং সহকারী, সুতা ঝাড়া সহকারী, লাইন আয়রনম্যান) এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৩৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা। এটি খসড়া গেজেটের গ্রেড-৫ ছিল।
গত ১২ নভেম্বর সরকার ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করে। তখন এ মজুরি হারের ওপর কারও কোনো সুপরিশ বা আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছিল।
এর আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ হয়। গত ৭ নভেম্বর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরির ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।