দৈ. কি.ডেস্ক : শনিবার প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষদিনে ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক।
আজ সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে এখন তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়। ১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করে জ্যোতির দল।
মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে নিগার যে ইতিহাস গড়েছেন, বাংলাদেশের ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে সেই কীর্তিটা আল শাহরিয়ার রোকনের। জাতীয় দলের সাবেক এই ওপেনার ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি করেছিলেন। তবে তখনো বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।