আগামী ৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কও ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের উদ্যোগে পাকে্র ভিতর থেকে রেস্তোরাঁ সরানোর দাবিতে এবং নতুনকরে রেস্তোরাঁ ইজারা নবায়ন না দেওয়ার জন্য প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, উক্ত সমাবেশের
খবর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রচারের জন্য সাংবাদিক / রিপোর্টর প্রেরনের আহবান জানান ঐতিহাসিক বাহাদুর শাহ পাক্ ও পাকে্র ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব আক্তারুজ্জামান খান।
নেতৃবৃন্দ বলেন প্রাণ প্রকৃতি পরিবেশে সমৃদ্ধ বাহাদুর শাহ পার্কে খাবার দোকান রেস্তুোরা চালু করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে চলছে
গ্যাসের চুলা জ্বালিয়ে রান্না করায় আগুনের তাপে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এবং ধোয়া মোছার ময়লা পানি /ওয়ান টাইম প্লেট কাপ ফেলে রাখার ফলে হাটা চলা ব্যায়াম করার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে চলছে এমন তো অবস্থায় সংগঠন এর পক্ষ থেকে রেস্তোরাঁ ইজারা নবায়ন না দেওয়ার জন্য আহবান জানিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসে দু দুবার চিঠি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র মহোদয় কে দেওয়া হলেও ইজারা বাতিলের কোন
উদ্যোগ না নেওয়া নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
অবিলম্বে ইজারা বাতিল এর দাবী জানান।
৫ অক্টোবর সমাবেশ থেকে
মেয়র কে জানিয়ে দেওয়া হবে রেস্তোরাঁ নতুন করে নবায়ন না দেওয়ার জন্য।
দাবী মানা না
হলে প্রধানমন্ত্রী বরাবর স্বারক
লিপিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বার্তা প্রেরক
আক্তারুজ্জামান খান
সদস্য সচিব
ঐতিহাসিক বাহাদুর শাহ পাক্ ও পাকে্র ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ