ডেস্ক: ফটোশিকারীদের উপর তারকারা মাঝে মাঝেই মেজাজ হারান। কারণ তাদের বিভিন্ন মুহূর্তের ছবি মাঝেমাঝে না চাইতেই ভাইরাল হয়ে যায়। এবার এক ফটোশিকারীর উপর চটে গেলেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
সম্প্রতি নিজের বাড়ি থেকে বেরোচ্ছিলেন শ্বেতা। দরজা খুলতেই দেখেন, বাড়ির বাইরে ভিড় করে রয়েছেন তারা। দেখামাত্রই প্রশ্ন করেন, আপনারা এখানে কি করছেন। চলে যান। এ সময় পোজ দেওয়ার অনুরোধ করতেই আরও বিরক্ত হয়ে যান তিনি। এমনকি কোনও পোজ না দিয়েই রেগে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যান শ্বেতা। মূলত শ্বেতার ব্যক্তিগত জীবন বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ বিতর্কিত। তবে জীবনের টানাপড়েন কখনও তার অভিনয়কে প্রভাবিত করেনি।
বার বার ঝড়ঝাপটার মুখে পড়লেও দমে যাননি তিনি। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার তার। মেয়ে পলকের বড় পর্দায় অভিষেক হয়েছে। এবার মা শ্বেতার বড় পর্দায় অভিষেক হতে চলেছে। লম্বা সময় টেলিভিশনে কাজ করার পর এবার তিনি রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা দিবেন।