ঢাকা২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin
মার্চ ১৮, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক:পিরোজপুর সদর উপজেলায় পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি স্ট্যান্ডের সড়কে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মমতাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামের মো. মাসুম বিল্লাহ (৫৫) ও পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উমেদপুর গ্রামের আবদুল মালেক আকনের ছেলে মো. হাসিব শেখ (১৮)। আহত দুজন হলেন মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন (৩০) ও পথচারী নুরু মিয়া (৭০)।

নিহত মাসুম বিল্লাহর ছেলে আরিফ বিল্লাহ বলেন, ‘আমার বাবা মাদ্রাসা এলাকায় থাকতেন। আজ সকালে তিনি বাড়িতে ফোন করে জানিয়েছিলেন প্রশিক্ষণের জন্য পিরোজপুর সদরে যাচ্ছেন। পরে আমরা দুর্ঘটনার খবর পাই।’

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান বলেন, আজ সকাল ৯টার দিকে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলার শংকরপাশা গ্রামের নুরু মিয়া নামের এক বৃদ্ধ হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এক মোটরসাইকেল আরোহী নুরু মিয়াকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের তিন আরোহী ও পথচারী নুরু মিয়া গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক স্বাগত হাওলাদার বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।