ফিলিস্তিনের দেইর এল-বালাহ এবং জাবালিয়ায় তিনটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলো মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহের পূর্বে দুটি বাড়িকে লক্ষ্যবস্তু করেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।অপরদিকে ইসরাইলি দখলদার বাহিনী উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে একটি বাড়িকে বিমান হামলার টার্গেট করে। এতে অন্তত দুইজন নিহত হয়।বাড়িটিতে ৭০ জন বাস্তুচ্যুত লোককে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এদিকে হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ ইসরাইলি এবং ৩ বিদেশি নাগরিক রয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা উবাইদা।