দৈ. কি.ডেস্ক : ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধরাত রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। আখাউড়া-আগরতলা সড়কে জাজিরা খালের ওপরে থাকা অস্থায়ী সেতুটি পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও।
মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে আখাউড়ার কর্নেল বাজারে হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। বাঁধের মোট ৮ অংশে ভাঙন দেখা দেয় বৃহস্পতিবার সকাল পর্যন্ত। প্রথম দফায় ৩টি ইউনিয়ন প্লাবিত হয়। সেইসঙ্গে ত্রিপুরা থেকে নেমে আসা অতিরিক্ত বর্ষণের পানিতে অবস্থা আরও বেগতিক হয়। নতুন করে প্লাবিত হয় ওই উপজেলার আরও ২ ইউনিয়ন এবং কসবার ১ টি ইউনিয়ন। এতে আক্রান্ত হয় ১২শ’ পরিবার।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি বন্যা আক্রান্তদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে এবং তাদের জন্য ১৫ টন চাল, নগদ ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান।