ডেস্ক:চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
শুক্রবার এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লংকান দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। তা ছাড়া শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গাও পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করেছেন। যে কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লংকানদের ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে প্রশংসায় ভাসিয়েছেন তাদের।
থিলিনা বলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা ও নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সঙ্গে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সঙ্গে সঙ্গে দারুণ পরিপক্ব একজন ক্রিকেটার হয়ে উঠছে।’
তিনি বলেন, ‘এখানে কন্ডিশন ও পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসঙ্গে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’
থিলিনা আরও জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তা হলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। তারা আরও ভালো করবে।’