দৈ. কি.ডেস্ক : দেশি-বিদেশি কেউ যেন সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘বাংলাদেশের চারপাশে বন্ধুভাবাপন্ন দেশ নেই। তারা সবসময় চেষ্টা করে বাংলাদেশকে হেয় করতে। আমরা যদি সবার ভালো চাই, তাহলে দেশের মানুষকে যেকোনো মূল্যে জঙ্গিবাদ, মৌলবাদ থেকে রক্ষা করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ২০০৫ সালেন ১৪ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় প্রাণ হারানো দুই বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে। আসিফ নজরুল বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ কতটা ভয়াবহ জিনিস, মানুষকে কতটা যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুরে পরিণত করতে পারে। আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু মানুষকে এতটা নিষ্ঠুর, মরিয়া ও বেপরোয়া করতে পারে।
যেকোনো ধর্মেই জঙ্গিবাদ হতে পারে। আমরা কোনোভাবেই জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করার। যতটুকু ঘটনা তার চেয়ে বেশি ফুলিয়ে, ফাপিয়ে দেখানো, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। বাংলাদেশকে একটা মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র যেখানে একটা নিয়ন্ত্রিত সরকার (আওয়ামী লীগ) প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক মহলকে দেখাতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর।’