দৈ. কি.ডেস্ক : দেশের তৈরি পোশাকশিল্পের আরও একটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি রাজধানীর উত্তরা কাচকুরায় অবস্থিত কেসি জ্যাকেট ওয়্যার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৮-তে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সূত্রে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত ১২টি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে; এর মধ্যে আটটি প্লাটিনাম ও চারটি গোল্ড ক্যাটাগরির।
কারখানাটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই এখন বাংলাদেশে।
বিজিএমইএর তথ্যানুযায়ী, পরিবেশবান্ধব ২১৮ কারখানার মধ্যে লিড প্লাটিনাম ৮৪টি, লিড গোল্ড ১২০, লিড সিলভার ১০ ও সার্টিফায়েড চারটি। অর্থাৎ ৩৮ দশমিক ৫৩ শতাংশ কারখানা লিড প্লাটিনাম সনদ পেয়েছে।