নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার সকাল থেকে বাগেরহাটে টহল জোরদার করেছে র্যাব-৬। এদিন জেলার বিভিন্ন স্থানে র্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়। একই সাথে মহাসড়কে পরিবহনের নিরাপত্তা নিশ্চিতেও দিনব্যাপী টহল অব্যহত রাখে র্যাব সদস্যরা।
এছাড়া বাগেরহাটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপির ২য় দফায় ডাকা অবরোধের প্রথম দিন। এদিন স্থানীয় রুটে অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাস ও পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাগেরহাটের বিভিন্ন বাজার ও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে অবরোধ সফল করতে বিএনপি জামায়াতের কোন কার্যক্রম না থাকলেও, সকাল থেকে পুলিশ, র্যাব, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে ছিলেন।
এছাড়া বাগেরহাটের বিভিন্ন সড়কে র্যাব-৬ খুলনার তিনটি গাড়িকে টহল দিতে দেখা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।