প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
বাগেরহাটে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১১জানুয়ারী)সকাল ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে অগ্নিকান্ডে ওই দোকানগুলো পুড়ে যায়।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েতা এখনো জানা যায়নি।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদার কাপড়ের দোকান, মোতালেবের কসমেটিক্সের দোকান, আয়নাল ময়রার মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জীর কাপড়ের দোকান, কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার ও ফরহাদের কসমেটিক্সের দোকান।
Copyright © 2024 Dainik Kishoreganj. All rights reserved.