ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
বাগেরহাট:বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআই এর লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়াজাত করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ অক্টোবর) দুপুরে রামপাল উপজেলার ফয়লা ও ভাগা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন। পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।