বাগেরহাটের রামপালে পানিতে ডুবে ১৯ মাস বয়সী মোঃ আজিম শেখ ও ৬ বছর বয়সী আয়েশা খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘরের পেছনে খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পরে পুকুর থেকে শিশু আজিমের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
অন্যদিকে একই দিন দুপুরে রামপাল উপজেলার চিত্রা গ্রামে বাড়ির পাশে খালের উপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পড়ে আয়শার মৃত্যু হয়। সে সাতার জানত না।
শিশু আজিম শেখ উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ সফরুল শেখের ছেলে ও আয়েশা গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের মোঃ আলমগীর গাজীর মেয়ে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।