নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে স্যালো মেশিন চালিত বালুবাহী ট্রলীর চাপায় সাইফ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলা সদর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফ শেখ মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের নাজমুল শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, শিশুটি তার মায়ের সাথে মোল্লাহাট বাজারে এসেছিল। একটি বালুবাহী ট্রলীর চাপায় শিশু সাইফ ঘটনাস্থলে নিহত হয়েছেন। ট্রলীটিকে আটক করা হয়েছে। ট্রলী চালক মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের রাজিব সরদার পলাতক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।