প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ
বাগেরহাটে ব্র্যাকের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে ব্র্যাকের “অধিকার এখানে, এখনই প্রকল্প” এর কার্যক্রমের উপর ফিডব্যাক ও শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরে রেডি অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ইয়ুথ গ্রুপের নেতা স্বদেশ রহমান ও মোঃ নাইমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার এসএম সাইদুর রহমান।এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান, ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন, সাংবাদিক ইসরাত জাহান, মামুন আহমেদসহ প্রমুখ। এছাড়াও কর্মশালায় ব্র্যাকের বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্য, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব ও যুব নারীদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিকতর সচেতন হওয়ার পাশাপাশি অবিভাবকদেরও সচেতন হতে হবে। পরিবার থেকে এ বিষয়ে আগে কাজ শুরু করতে হবে। এছাড়া প্রত্যক স্কুলে গিয়ে কৈশরকালীন সময়ের গুরুত্ব তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Copyright © 2025 Dainik Kishoreganj. All rights reserved.