নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে যৌন হয়রানি বন্ধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ই নভেম্বর) দুপুরে “যৌন হয়রানি বন্ধ করি কিশোরী বান্ধব পরিবেশ গড়ে তুলি” শীর্ষক কিশোরী আন্দোলনের পক্ষ থেকে স্বাধীনতা উদ্যানের সামনে দিয়ে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে র্যালীটি এসিলাহা মিলনায়তনে এসে শেষ হয়।
সেখানে যৌন হয়রানি বন্ধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।