নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট বাগেরহাটের রামপালে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামের এক চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এসময় নৌকা তল্যাসী করে সাড়ে ২৯ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পুলিশ তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আটককৃতকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।এছাড়া আদালতের নির্দেশে জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।