নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল-কর্ম পরিকল্পনা প্রনয়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মোঃ আলি আখতার হোসেন। বাগেরহাট জেলা কার্যালয় থেকে বক্তব্য দেন, এলজিইডি, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ।
সভায়, এলজিইডি, বাগেরহাট কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঠিকাদার, গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারগণ অংশগ্রহন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।