দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রমজান আলী দীর্ঘ ৬৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজে ১০ই অক্টোবর মৃত্যু বরেন করেন। শহীদ রমজান আলীর পরিবারের ভরণপোষণের সম্পূর্ণ দায় দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
জানা যায়, গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফা, আমিনুল হক সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে তিনি দিলালপুর ইউনিয়নের পাঠান গ্রামে শহীদ রমজান আলী জীবনের কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় তিনি নগদ ২০ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করেন। শহীদ রমজান আলীর ৭ মাসের গর্ভবতী স্ত্রী ও সন্তানেনর সম্পূর্ণ ভরণপোষণের দায়িত্ব তিনি পালন করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানান। শহীদ রমজান আলী ঢাকা জেলার পল্লবী থানার ছাত্রদলের সদস্য ছিলেন। ঢাকাতেই আন্দোলনে আহত হয়ে ৬৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু বরণ করেন। তার গ্রামের বাড়ি উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠান গ্রামে। এছাড়া শহীদ আব্দুল কুদ্দুস ও আয়মান রাহুলের পরিবারের সদস্যদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে তিনি গণমাধ্যমকে জানান।