দৈ. কি.ডেস্ক : সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে অশুভ তৎপরতা চালাচ্ছে। জোটের বৈঠকে দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখা এবং কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি বাস্তবায়নে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার শিগগির একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ীদের আমরা অভিনন্দন জানিয়েছি। এ স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বৈঠকে বিএনপি, ১২ দলীয় জোটের শরিকরা বন্যাদুর্গতদের সহায়তায় তৎপরতা চালাচ্ছে; এটি আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীর প্রতিও বন্যার্তদের সহায়তায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতীতে এমন হয়নি। তাদের রেখে যাওয়া সমস্যা মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার ও আমাদের মতো সরকারের সহযোগীরা হিমশিম খাচ্ছে। এর মধ্যেই আমরা স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত। বৈঠকে এসব বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসেবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের শাহ মোহাম্মদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।