ঢাকা১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-সমমনাদের বৈঠক, সংকট নিরসনসহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান

admin
আগস্ট ২৬, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : সুষ্ঠু  নির্বাচনের পরিবেশ তৈরি এবং চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে অশুভ তৎপরতা চালাচ্ছে। জোটের বৈঠকে দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখা এবং কেউ তা ব্যাহত করার চেষ্টা করলে প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে মূল উদ্দেশ্য স্বৈরাচারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি বাস্তবায়নে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও চলমান সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার শিগগির একটি রোডম্যাপ ঘোষণা করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ীদের  আমরা অভিনন্দন জানিয়েছি। এ স্বতঃস্ফূর্ত সাহসী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। বৈঠকে বিএনপি, ১২ দলীয় জোটের শরিকরা বন্যাদুর্গতদের সহায়তায় তৎপরতা চালাচ্ছে; এটি আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীর প্রতিও বন্যার্তদের সহায়তায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অতীতে এমন হয়নি। তাদের রেখে যাওয়া সমস্যা মোকাবিলা করতে অন্তর্বর্তী সরকার ও আমাদের মতো সরকারের সহযোগীরা হিমশিম খাচ্ছে। এর মধ্যেই আমরা স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত। বৈঠকে এসব বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এ মুহূর্তে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি হিসেবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের শাহ মোহাম্মদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।