ঢাকা৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

বিপর্যয় অনিবার্য, তবে হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য : বাইডেন

admin
নভেম্বর ৮, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেন, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।

রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েক ডজন সহযোগীর সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজিত করেছেন বলে তিনি মেনে নিয়েছেন।

বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’

বাইডেন বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।’

এদিকে ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য দ্রুত অগ্রসর হচ্ছেন এবং কয়েকদিনের মধ্যেই কিছু পছন্দের নাম ঘোষণা করতে পারেন।

তিনি তার বিকল্পগুলো নিয়ে সহযোগীদের সঙ্গে সলাপরামর্শ করার জন্য ফ্লোরিডায় সমুদ্রতীরবর্তী তার অবকাশযাপন স্থল মার-এ-লাগোতে সমবেত হয়েছেন।

ট্রাম্প বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নাম ঘোষণা করতে পারেন। তিনি ট্রাম্পের কট্টর সমর্থক এবং নির্বাচনি প্রচার অভিযানের দাতা। তাকে ট্রাম্প, সরকারের অদক্ষতা খুঁজে বের করতে এবং অতিরিক্ত ব্যয় কমাতে নতুন পদে বসাতে পারেন।

ওয়াল স্ট্রিটের বেশ কয়েকজন অর্থলগ্নিকারী শীর্ষ স্তরের অর্থনৈতিক পদের জন্য বিবেচনাধীন রয়েছেন। ট্রাম্পের সহযোগীরা বলছেন, কিছু রিপাবলিকান সেনেটরকে মন্ত্রিপরিষদ-স্তরের দপ্তরগুলোর প্রধান হিসেবে নেওয়া যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।