বলিউডে একের পর এক অ্যাকশন ছবি হচ্ছে। তার মধ্যে কিছু সফল হচ্ছে। অ্যাকশন থাকার পরও ব্যর্থ ছবির সংখ্যাও কম নয়। এবার অ্যাকশন ছবির আধিক্য নিয়ে বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার কথায়, আমি বুঝতে পারছি না, সকলে কেন অ্যাকশন ছবি তৈরি করছেন? এমনটা যদি চলতে থাকে, তা হলে কয়েক মাস পর দেখা যাবে প্রতি শুক্রবার একটা করে অ্যাকশন ছবি মুক্তি পাবে। এটা একটা রেস্তরাঁয় পৌঁছে প্রতিবার যদি একই খাবার অর্ডার করা বাধ্যতামূলক হয়, তা হলে যেমন অবস্থা হবে, সেরকম অবস্থা। কিছুদিন পরে ক্রেতারা বিরক্ত হয়ে যাবেন। সেই কারণে এমন অ্যাকশন ছবি বাড়িয়ে দেয়ার পক্ষে আমি নই। তাকে প্রশ্ন করা হয়েছিল, অ্যাকশন ছবি করার তাগিদ কেন দেখা যাচ্ছে না নায়িকার মধ্যে? উত্তরে তাপসী বলেছেন, ছোট থেকেই আমাকে বলা হতো, সবাই যদি কুয়োতে ঝাঁপ দেয়, তুমিও কি কুয়োতে ঝাঁপ দেবে? আমি এমন ট্রেন্ডে গা ভাসানোর ভাবনার অনুরাগী নই। তাপসীর দাবি, অ্যাকশন ছবি থেকে নায়িকা চিরকাল মুখ ফিরিয়ে থেকেছেন এমনও নয়।
তিনি ‘নাম শাবানা’-র মতো ছবিতে অ্যাকশন করেছেন।