অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহের উদ্যাপন শেষ। নাচে-গানে, হইহুল্লোড়ে, আনন্দে তিন দিনের উৎসবে মেতে উঠেছিল ভারতের জামনগর। এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফরম্যান্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। পেয়েছিলেন প্রায় ৪ কোটি টাকা। জানা গেছে, অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচতে শাহরুখ পেয়েছেন অন্তত তিন কোটি টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।