নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮১ বিলিয়ন ডলারে।
বুধবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র মেজবাউল হক জানান, এই অর্থ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, চলমান সঙ্কটে এই অর্থ নিয়ে এতোটা আশাবাদী হওয়ার সুযোগ কম।
দ্বিতীয় কিস্তি বাবদ ইসিএফ তহবিল থেকে ৪৬ কোটি ৮৩ লাখ এবং আরএসএফ তহবিল থেকে ২২ কোটি ১৫ লাখসহ মোট ৬৮ কোটি ৯৮ লাখ ডলার অনুমোদন দেয় আইএমএফ নির্বাহী বোর্ড। যা অল্প সময়ের মধ্যেই যোগ হয় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৮২ কোটি ডলারে।
আইএমএফের সভায় বলা হয়, নানা কারণে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। যা থেকে উত্তরণে সহায়ক হবে এই ঋণ সহায়তা। এ সময় ভঙ্গুর আর্থিক খাতের উন্নয়নে সংস্কার অব্যাহত রাখার পরামর্শ দেয় আইএমএফ।
টেকসই উন্নয়ন ও আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় নীতি ও ঋণ সহায়তা দিয়ে থাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সংস্থাটির ১৯০ সদস্যের তালিকায় বাংলাদেশে যুক্ত হয় ১৯৭২ সালে।